সাইফুল ইসলাম :
কোটি কোটি জনতার নেতা
যার ত্যাগে বাংলায় উড়ে
লাল সবুজের পতাকা,
হাজারো কস্ট হজম করে হয়েছে বীর,
শ্রেষ্ঠ বাঙ্গালীর শ্রেষ্ঠ নেতা শেখ মুজিবুর।
৭৫এর ১৫ আগষ্ট-আসে সু-প্রভাত,
ধানমন্ডি স্বপ্নের বাড়িতে জাতির জনক
তার পরিবারকে করা হয় রক্তপাত,
চার দিকে হচ্ছে মুয়াজ্জিনের আযান,
হায়েনাদের গুলি থেকেও রেহাই
পেলো না ছোট্ট শিশু রাসেলের প্রাণ।
মানুষ-আকাশ-বাতাস নিশ্চুপ
রক্তে রঞ্জিত বাংলার বুক।
বাংলার জনগণ-মাটির আত্ম- চিৎকার,
দিনের আলোতেই বয়ে আসে যেন রাতের অন্ধকার।
তোমায় হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে সবাই,
বাংলার জনগণ আবারো তোমায় চায়।
তোমায় আর পাবো না কোনদিন,
আগস্ট আসলেই মোদের মন হয় মলিন।
মোরা ভুলিবো তোমায় কেমনে,
হাজার বছর বেঁচে থাকবে ‘
বাঙ্গালী জাতির মননে।
লক্ষ লক্ষ মুজিব সেনাদের হলো জন্ম
বাংলার প্রতিটি ঘরে ঘরে।
আজানের সুর বাজে-পাখিরা গায় গান,
এই হৃদয়ে থাকবে শুধু তোমার নাম,
শির উচু করে বলবো মোদের নেতা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
Leave a Reply