নিজস্ব প্রতিনিধি :
লাকসামের একটি রেস্তোরাঁয় ২৫ আগষ্ট বিকেলে লাকসামের বইপ্রেমিরা ব্যাতিক্রমধর্মী চা আড্ডা উদযাপন করেছে।
সংগঠনের পরিচালক মোস্তাফিজুর রহমান মাসুদের উপস্থিতিতে সদস্য মু.ফখরুল ইসলামের প্রাণবন্ত উপস্থাপনা ও সবার পরিচিতি প্রদানের মাধ্যমে আড্ডা শুরু হয়। সংগঠনের শুভাকাঙ্ক্ষী জনাব কিরণ আহমেদ জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন। কবিতা আবৃত্তি, সংগীত পরিবেশনের মাধ্যমে মুখরিত হয়ে উঠে অনুষ্ঠানটি।
এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সদস্যঃ তাহমিদ হাসান, শাহাদাৎ হোসাইন,আজহারুল ইসলাম রিফাত, শামীম হোসাইন প্রমূখ। বক্তৃতায় সংগঠনের পরিচালক মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন,জ্ঞানের আধার বই।জ্ঞানই আমাদের ঐতিহ্য। আমাদের প্রধান সম্পদ। আমাদের অতীত, বর্তমান এবংকি ভবিষ্যৎ। কিন্তু কালের বিবর্তনে আজ তা হারিয়ে গেছে। তথ্য বিস্ফোরণে জ্ঞান আজ কোনঠাসা। শিক্ষার দৈন্যতায় পাশাপাশি বইয়ের দূর্বোধ্য ভাষা, মলিন প্রচ্ছদ আর জীর্ণ পৃষ্ঠা পাঠ অনাকাঙ্ক্ষাকে উসকে দেয়। গ্রন্থকারাগারে বন্দি প্রকৃত জ্ঞান। জ্ঞানের নয়, চারিদিকে আজ লঘু বিনোদনের জয়জয়কার। আমাদের ছাত্র-ছাত্রীরা এই বন্দি গ্রন্থাগারকে মুক্ত করতে না পারলে আমাদের বর্তমান ও ভবিষ্যত প্রজন্ম হুমকির মুখে পড়বে। অস্তিত্ব মুঁছে যাবে আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির।
আমার দৃঢ় বিশ্বাস বইপোকারা জ্ঞানের এই প্রসার আমাদের ব্যাক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে গভীন ও ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।
অবশেষে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি ও সকল মানুষের সুখ স্বাচ্ছন্দ্যেবোধ কামণা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply