আরেফিন শিমুল :
ভেবেছিলাম এবার একটু নিজেকে গুটাই
কিছুটা সময়ের জন্য হলেও স্বেচ্ছায় এক বিরহী প্রাচীর তুলি চারপাশে…
কিন্তু আমার অন্ধকার আকাশে এত্ত বড় ঝুলন চাঁদকে দেখে আমার মনের বিরহ উবে গেলো।
এই চাঁদ আমাকে বাধ্য করে কবি হতে
না চাইতেও হয়ে যাই রোমান্টিক…
আমি তার সাথেই একটু গল্প করি
তুমি বরং একলাই থাকো…
না হয় যাও বিশ্রামে …
অথবা স্টাডিতে বসে মোটামোটা বইগুলো পড়।
আমিতো একেবারে সেকেলে…
তাই চাঁদেরও প্রেমে পড়ি, যেমন তোমার প্রেমে পড়ি
তার দ্যুতিতে আমার মুখ রাঙা হয়ে যায়
আমি কেমন লজ্জায় পড়ে যাই
জানো সে বড় বেহায়া নির্লজ্জ
কেমন পলকহীন চোখে তাকিয়ে থাকে।
কিন্তু ঐ চাঁদের বুকে আমি তোমাকেই খুঁজি
বলতে পারো তোমাকেই দেখি
কিন্তু তোমার এত সময় কই বল তো
তোমার চোখে পুরো বিশ্ব
আমার চোখে কেবল তুমি।
তোমার ভারি ভারি কথার উত্তর আমি জানিনা
আচ্ছা ভালোবাসলে কী সব জানতে হয়?
না জেনে বুঝি হয়না কিছু?
চাঁদ কী সবই জানে
সে কী করে এত ভালোবাসে?
এবার তুমি বেশ গম্ভীর হবে জানি
হয়তো খুব ঝড়ও হতে পারে
এরপর ঝড় শেষে স্নিগ্ধ আকাশে একটি মিষ্টি চাঁদ
সেই চাঁদকেই আমি বড্ড ভালোবাসি।
Leave a Reply