দেবীদ্বার প্রতিনিধি : দেবীদ্বার ‘আশানপুর নবজাগরণ সংগঠন’র উদ্যোগে ‘ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিন ব্যাপী ওই ‘ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন’ কর্মসূচীর উদ্ভোধন করেন, দেবীদ্বার টেলিভিশন’র উপদেষ্টা সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার। উক্ত কর্মসূচী চলাকালে বিভিন্ন গ্রুপের প্রায় ৩শত জন এর রক্তের গ্রæপ নির্ণয় করা হয়।
উদ্বোধনী সভায় ‘আশানপুর নবজাগরণ সংগঠন’র সাদ্দাম হোসেন রানা’র সভাপতিত্বে এবং মোঃ আব্দুল কাইয়ুম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীদ্বার টেলিভিশন’র উপদেষ্টা সাংবাদিক এ,বি,এম আতিকুর রহমান বাশার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতেহাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান মাসুদ, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, ‘নুতুন কুমিল্লা’র সম্পাদক মমিনুর রহমান বুলবুল মাষ্টার, চট্রগ্রাম মহানগর’র ছিন্নমূল সংগঠন’র নেতা মোঃ রুকনউদ্দিন, প্রভাষক গোলাম মহিউদ্দিন শামিম, ‘আশানপুর নবজাগরণ সংগঠন’র উপদেষ্টা সালাউদ্দিন আহাম্মেদ (রুহুল আমীন)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খলিলপুর ‘মানবতা শক্তি’ সংগঠনের সভাপতি আসাদুজ্জামান ভূঁইয়া রাজীব, লক্ষীপুর ‘নবযাত্রা’ সংগঠনের পরিচালক বদরুল হাসান স্বাধীন, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি গাজী আশরাফ হোসেন, সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, আশানপুর ডাচ্ বাংলা ব্যাকের পরিচালক ইকবাল হোসেন, মোঃ গোলাম রাব্বী প্রমূখ।
সংগঠনের নেতা মোঃ মামুন-অর-রশীদ তার স্বাগতিক বক্তব্য দান কালে বলেন, আমরা ‘আশানপুর নবজাগরণ সংগঠন’টির প্রতিষ্ঠা থেকে এ পর্যন্ত মানবতার সেবায় বিভিন্ন কর্মকান্ডে অংশিদারিত্ব রেখে আসছি। সম্প্রতি করোনা দূর্যোগ মোকাবেলায়, মানুষকে সচেতন করা, করোনায় আক্রান্তদের মানবিক আচরণ সহ খোঁজ খবর নেয়া, লকডাউনে থাকা অবস্থায় রোগিদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ঔষধ সরবরাহ করা, মানষিক সাহস-বল তৈরী করা। এলাকার দুস্থ্য- অসহায় ও কর্মহীন মানুষের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহে পাশে থাকা, দরিদ্র ও অসহায় পরিবারের দায়গ্রস্থ্য কণ্যাদানে পাশে দাড়ানো, আর্থিক সংকটে শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তাদানে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা, স্বাস্থ্য সেবার উন্নয়নে ফ্রী চিকিৎসা কেন্দ্র ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করা, পরিবেশ ভারসাম্যের উন্নয়নে বনায়ন করা, অতিবৃষ্টি সহ নানা কারনে খানাখন্দ ও ভাঙ্গাচুড়া সড়কগুলো সেচ্ছাশ্রমে সংস্কার করা, বাল্য বিয়ে, যৌতুক, মাদক, সন্ত্রাস প্রতিরোধে নানামূখী কর্মকান্ড পরিচালনা সহ বিভিন্ন কর্মকান্ডে অভূতপূর্ব অবদান রেখে আসছি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বলেন, জাতির এ ক্রান্তিকালে যুব ও তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। অতিত লড়াই সংগ্রাম তথা ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ সহ নানা ক্ষেত্রে তরুণ যুবদের ভূমিকা ছিল সামনের সারিতে। সে সকল আন্দোলন সংগ্রামে ব্যাক্তিস্বার্থ, নিজ দলীয় স্বার্থের উর্ধে থেকেই জাতীয় স্বার্থে তারা লড়াই করেছিলেন। আজকের দিনেও আমাদের দেশ ও জাতির উন্নয়নে বিভিন্ন সামাজিক সংগঠন গুলোকে দল, মত, পথের উর্ধে থেকে কাজ করতে হবে, তবেই আমরা অভিষ্ঠ লখ্যে পৌঁছতে পারব। মনে রাখতে হবে, যে কোন সফলতা অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার বিকল্প নেই।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রীত ‘খলিলপুর মানবতা শক্তি’ ও লক্ষীপুর নবযাত্রা সংগঠনের নেতৃবৃন্দ এলাকার যাবতীয় উন্নয়ন অগ্রগতিতে দলমত নির্বিশেষে ‘আশানপুর নবজাগরণ সংগঠন’কে পাশে নিয়ে ঐকবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন। একই সাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ‘দেবীদ্বার টেলিভিশন’(ডিটিভি)’র কর্মকর্তা শামিম আহমেদ, সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাঈদুজ্জামান টিটু ও বিপ্লব ভূঁইয়া মানবতার উন্নয়ন ও অগ্রগতির সাফল্যে যে ভাবে কাজ করছে সেভাবে ‘আশানপুর নবজাগরণ সংগঠন’র উন্নয়ন মূলক কর্মকান্ডে সম্পৃক্ত থাকারও আশা ব্যাক্ত করেন।
Leave a Reply