মোস্তাফিজুর রহমান মাসুদ :
কেউ বলে আল্লাহ, আবার কেউ হরি ঈশ্বর
আর ভগবান কোন সুধায় ধরি?
কেউ করে শ্রাদ্ধ, আবার কেউ দাফন
সবশেষ করার আগে উভয় পড়ে কাপন!
কারো কাছে জল, কারো কাছে পানি।
অমৃত সুধা ভেবে সবাই খায় জানি!
জলে যদি জীবন বাঁচায় কি-বা দোষ পানি?
জল-পানি সুত্র এক সত্য বলেই মানি!
মুসলমানের ছোঁয়া লেগে জাত যায় যদি গঙ্গা
আবার মুসলমানে হয় কেনো নদী?
হিন্দুর ঘরে খেতে বারণ ওয়াক থুছিঁ
সবার পাতে বিরিয়ানি “রাঁধতে লাগে ঘিঁ”
জলে যদি ধম্ম যায় মসজিদে বল পানি।
মসজিদে বলো “গোলাপ জল” হয়না অপমানি?
কেউ বলে পবিত্র আবার শ্রী কেউ বলে।
পাত্র তার একই হয় ধারণ কেনো দলে?
সকল ধর্মের মহাপুরুষ একেশ্বর মানতো
একই স্রষ্টার সৃষ্টি সব এইকথাও জানতো!
টয়লেটে গুহ্যদ্বারে শান্তি পায় সবে
প্রক্ষালন বললে ধর্ম যায় তবে?
সবার দেহে একই রক্ত রঙ গাঢ় লাল!
ধর্মভুলে একস্থানে সুস্থ হই।
দেখো হাসপাতাল? তবে কেনো বিভেদ আর মিছে মিছে দ্বন্দ্ব
খোদার গায়ে কেন আবার ছড়িয়ে দাও গন্ধ?
Leave a Reply