শাহরিয়ার ইমন জয়, চৌদ্দগ্রাম প্রতিনিধি :
কাশিনগর ইউনিয়ন পরিষদের প্রভাবশালী নেতা, তরুণ সমাজ সেবক মীর হোসেনকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সাধারণ জনগন। সাধারণ মানুষের এ দাবী দিন দিন জোরালো হচ্ছে। জনসাধারণ বলছে এই তরুণ গন মানুষের দাবী পূরণ করতে সক্ষম হবে। এলাকার মানুষের ভাষ্য তিনি এলাকার মানুষের সমস্যাগুলো সমাধানে সব সময় চেষ্টা করে থাকে তাই আমরা তরুণ হিসেবে মীর হোসেন ভাইকে এবারের ইউপি নির্বাচনে ২ নং ওয়ার্ড মেম্বার হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করব সে অপেক্ষায় আমরা দিন গুনছি।
জানা গেছে, চৌদ্দগ্রামের ১ নং কাশিনগরে মীর হোসেন অত্যন্ত জনপ্রিয়। সাধারণ মানুষের যে কোন বিপদে ছুটে যান বলে প্রত্যেক শ্রেণী পেশার মানুষের ভালবাসার পাত্র। জনসেবায় ছুটে চলা তরুণ এই নেতাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করার জন্য আহ্বান জানাচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের দাবী মেম্বারী পদে প্রতিদ্বন্দ্বিতা করলে বিপুল ভোটে জয়ী হবেন মীর হোসেন। এলাকাবাসীরা জানান,মীর হোসেন অত্যন্ত জনপ্রিয় এবং জনবান্ধব একজন মানুষ। তার মতো একজন জনপ্রতিনিধি পাওয়া নিসন্দেহে সৌভাগ্যের।
কাশিনগর ইউপি’র সেচ্ছাসেবকলীগ নেতা জসিম উদ্দিন ফেইজবুক পোস্টে জানান- “জয়মঙ্গলপুর গ্রামের সৎ এবং তরুণ সমাজসেবক মীর হোসেন’কে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই। এ বিষয়ে জানতে চাইলে মীর হোসেন বলেন, জনগণ আমাকে ২ নং ওয়ার্ড মেম্বার হিসেবে নির্বাচনে দেখতে চায়। এই দাবী করছে এলাকার সর্বস্তরের মানুষ। জনগণের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করবো এবং জয়ী হয়ে এলাকার উন্নয়নে নিজেকে আত্মনিয়োগ করবো। বলা হয় জনাব মীর হোসেন সাবেক রেলপথমন্ত্রী কুমিল্লা-১১ আসনের সাংসদ মুজিবুল হক মুজিবের একজন বিশ্বস্ত রাজনৈতিক কর্মী ও সর্মথক।
Leave a Reply