কুমিল্লার বর্ষিয়ান রাজনীতিবিদ আফজল খান গুরুতর অসুস্থ
-
প্রকাশকালঃ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
-
২৬৭
জন পড়েছেন
কুমিল্লা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য প্রবীণ আওয়ামীলীগ নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা ১৪ দলের সমন্বয়ক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক যুগ্ম আহবায়ক, কুমিল্লা শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রী সংসদের সাবেক ভিপি, কুমিল্লার প্রায় ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আফজাল খান ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজাল খান এডভোকেট হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে ভর্তি হন।
কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। তখন পারিবারিক সিদ্ধান্তে তাৎক্ষণিক রাত ১২.৩০মিনিটের সময় আইসিইউ, এনআইসিইউ অ্যাম্বুলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেন।
অধ্যক্ষ আফজল খানের চিকিৎসক ডা. তৃপ্তিষ চন্দ্র ঘোষ জানান, তিনি হার্ট এ্যাটাক করেছেন। রক্তচাপ বেড়ে ২২০/১২০ হয়। শ্বাসকষ্ট হয়ে কার্বন-ডাইঅক্সাইড বেড়ে যায়। কুমিল্লার গণ-মানুষের নেতা সিডিপ্যাথে হাসপালে ভর্তির খবর শুনে বিপুল সংখ্যক নেতাকর্মী উদ্বিগ্ন অবস্থায় হাসপাতালে ছুটে আসেন, প্রিয় নেতাকে দেখার জন্য। খবর পেয়ে ঢাকা থেকে দ্রুত কুমিল্লা ছুটে আসেন আফজল খান তনয়া,আঞ্জুম সুলতানা সীমা (এমপি)।
আফজল খানের বড় ছেলে এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান জানান,বাবা সুস্থ ছিলেন, হঠাৎ অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত হাসপাতালে আনা হয়। পরিবারের সদস্যরা তাঁর আরোগ্যের জন্য কুমিল্লাবাসীর নিকট দোয়া চেয়েছেন,যাতে তিনি সুস্থ হয়ে মানুষের মাঝে ফিরে আসতে পারেন।
খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন
এই ক্যাটাগরির আরো খবর
Leave a Reply