নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লাকসামে আমেরিকা প্রবাসী ডাঃ নাছিরুল হকের আর্থিক সহায়তায় শহরের উত্তর বাজার ও উপজেলার কালিয়াপুর নিজ গ্রামে শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরন করা হয়েছে।
শ্রীয়াং আলহাজ ছিদ্দিকুর রহমান হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য ডাঃ নাছিরুল হকের ছোট ভাই জুবিলি অয়েল মিলের পরিচালক মোঃ সিরাজুল হক এ ত্রাণসামগ্রি বিতরণ করেন। এর আগেও ওই পরিবারের পক্ষ থেকে কয়েক দফা এলাকার গরীব ও প্রতিবেশীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে।
চাল, তেল, গুঁড়োদুধসহ অন্যান্য সামগ্রীর এ প্যাকেট পেয়ে গরীব ও অসহায় মানুষজনের মুখে হাসি ফুটেছে।মোঃ সিরাজুল হক ১৭ মে জানান, আমাদের সামর্থ অনুযায়ী আমরা চেষ্টা করছি গরিব ও অসহায়দের পাশে থাকতে। সবাই যদি নিজ নিজ এলাকা ও পাড়া-প্রতিবেশিদের পাশে সামর্থ অনুযায়ী দাঁড়ায় তাহলে এ দুর্যোগে গরীবদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
Leave a Reply