নীলা হারুন :
আমার প্রিয় ভাইবোনেরা
তোমরা কেমন আছ?
বহুদিন খোঁজ নেয়া হয়নি।
যদি আমার একটি ঘর থাকতো তো-
জালালী কইতরের পিঠে করে চিঠি পাঠিয়ে
তোমাদের দাওয়াত দিতাম।
তোমাদের কেউ কেউ আসতে
ইয়েমেনি চাদর গায়ে পরিচিত হেসে।
কারো কারো চীনের প্রাচীর ডিঙ্গানোর কাহিনী শুনে
আমি কদম ফেলতে ভুলে যেতাম বিস্ময়ে।
আমি খোঁজ নিতাম সিরিয়ার মেঠাই আর
বোগদাদী পাখিদের, বসনিয়ান রুটির,
জেনে নিতাম কাশ্মীরের বরফের শুভ্রতা কেমন।
জানতাম রাখাইনদেশের নদীর স্রোতের উচ্চতা আর
ফিলিস্তিনের আকাশের কালো মেঘের কথা।
মিশরী নীলের তীরে শিশুরা খেলছে নাকি,
দ্বীপরাজ্যগুলিতে লোকেরা হাসছে কী না।
সব কিছু জেনে নিয়ে বৈরুতের চা আর
তুর্কী লকুম খেতে খেতে-
আমরা মদীনার খেজুরের গল্প করতাম।
যদি আমার একটি ঘর থাকতো,
তবে তোমরা বাংলাদেশের মেহমান হতে,
আর আমি হতাম তার প্রহরী সেবক।
Leave a Reply