লালমাই প্রতিনিধি :
কুমিল্লার লালমাই নিজ বাড়ী থেকে আজ বৃহস্পতিবার সকালে রোরাল কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (আরসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মজুমদার কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের একাধিক মামলায় সাজা ও গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। তিনি একই উপজেলার বেলঘর উত্তর ইউপির হাজতখোলা গ্রামের মৃত আবদুল হালিম মজুমদারের ছেলে।
পুলিশ সুত্র জানায়, শাহজাহান মজুমদার আরসিএল প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে কোটি কোটি টাকা আমানত সংগ্রহ করেন। আমানতের ওই টাকা আত্মসাতের দায়ে ৯টি মামলা দায়ের করা হয়। আদালত ৯টি মামলার ৩টি তে বিভিন্ন মেয়াদে সাজা ও বাকী ৬টি তে গ্রেফতারি পরোয়ানার আদেশ প্রদান করেন।
পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরন করে। তিনি একই উপজেলার বেলঘর উত্তর ইউপির হাজতখোলা গ্রামের মৃত আবদুল হালিম মজুমদারের ছেলে। লালমাই থানা পুলিশের ওসি মোঃ আইয়ুব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply