আরেফিন শিমুল :
ভালোবেসে কাঁদি আমি, কাঁদো তুমিও
জানি তোমার সাথে যাপন হবেনা কিছুই
না দিন না রাত…
এক ফাগুনে এক পলাশের সাথে গল্প হবেনা কখনো…
বর্ষার যৌবনে খোলা ছাদে দু’হাত বাড়িয়ে ডাকবো না তোমাকে
ভিজে ভিজে এক সময় কদম শুকোবে
শুকোবে চোখের কোণ।
বুকের ভেতর ভরা শ্রাবণ নিয়েও দিব্যি যাপিত জীবনের সাথে সমঝোতা…
তাই বেশ ফর্মাল হয়েছি…
কেমন আছি, কেমন কাটছে দিনকাল
এরই মাঝে রাগ বিরাগের কথাও হয়
শুধু অনুরাগটাই আড়াল হচ্ছে
যেমনি কালো মেঘের আড়ালে লুকোয় সাদা মেঘ।
এখনো ছাতিমের গন্ধ আমাকে পাগল করে
তুমি চোখ বুজেই ছুঁতে পারো বুকের ভেতর অসংখ্য ছাতিম…
আর আমি কানামাছি খেলার মতো শুধু ছুটোছুটি করে গেলাম…
তোমার নাগাল পেলাম না কখনো।
তাই ভালোবেসে কাঁদি আমি, কাঁদো তুমিও
মৃত বসন্তের সহবাসে যখন খুব বেশি হাঁপিয়ে উঠি
আনমনেই হাত বাড়াই তোমার সংসারে…
খুঁজি আমার অস্তিত্ব, তোমার শরীরে আমার ঘ্রাণ
নীলাম্বরী সুখের মতোই নীল রঙে ভাসি আমি।
ফেরারি স্বপ্ন হয়ে অনন্তকাল তুমি রইলে দূরে কোথাও…
শুধু অনুভবে কাছে আসা, অনুভবের স্পর্শে শিহরিত হওয়া…
তাইতো ভালোবাসার কান্নায় স্বপ্ন বুনে অনুভবের শরীরেই করি প্রেমের সঙ্গম।
Leave a Reply