মোজাম্মেল হক আলম :
লাকসামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও-নোয়াপাড়া সমবায় ভিত্তিক চাষাবাদকৃত কৃষকদের উৎপাদিত ধান-চাল সংগ্রহের মদ্য দিয়ে এ অভিযান শুরু করা হয়। লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া এ ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, কৃষি কর্মকর্তা রেজাউল করিম, খাদ্য কর্মকর্তা আহমেদ হোসেন মজুমদার, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও সমবায় ভিত্তিক চাষাবাদকৃত প্রকল্পের সভাপতি মেম্বার সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ।
উপজেলা খাদ্য বিভাগ জানায়, এবার লাকসাম উপজেলায় ১৩শ ৫ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করা হবে।
Leave a Reply