নকশী বার্তা ডেস্ক :
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
বুধবার দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার জানান, চেয়ারম্যান পদে আওয়ামীলীগ থেকে মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন এবং বিএনপি থেকে মো: সাইফুল আলম ভূঁইয়া। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আমান উল্লাহ এসডু, মো: তারিকুল ইসলাম নয়ন, মো: রুহুল আমিন, মামুনুর রশিদ দোলন, মোশাররফ হোসেন ও মো: হানিফ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসা: রোজিনা আক্তার, ফরিদা ইয়াসমিন এবং মোসা: জেবুন নেছা জেবু মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
২৩ সেপ্টেম্বর বুধবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামী ২৬ সেপ্টেম্বর রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন এবং ২০ অক্টোবর মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Leave a Reply