মোজাম্মেল হক আলম :
করোনা দুর্যোগে লাকসামে মানবিক কর্মকান্ডে এক ছাত্রলীগ নেতা এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন। অনেকটা নিরবেই এসব কর্মকান্ড চালিয়ে গেলেও এলাকার মানুষের কাছে তা গোপন থাকেনি। ওই ছাত্রলীগ নেতার নাম সালেহ আহমেদ মানিক। সে লাকসাম নবাব ফয়জুন্নেছা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, করোনা দুর্যোগ দেখা দিলে ওই ছাত্রলীগ নেতার নিজ এলাকা পৌরসভার ৮নং ওয়ার্ডে গ্রামে কর্মহীন মানুষদের মাঝে ব্যাক্তিগত এবং দলীয়ভাবে প্রাপ্ত মানবিক খাদ্য সহায়তা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। এছাড়াও শ্রমিক সংকটে পড়া কৃষকদের পাকা ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দেন তিনি। পাশাপাশি রমজান মাসে অসহায় ও দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী প্রদান করে যাচ্ছেন প্রতিনিয়ত।
এ জানতে চাইলে ছাত্রলীগ নেতা মানিক জানান, এমন ভয়াবহ দুর্যোগে মানুষ অসহায় হয়ে পড়েছে। এসময়ে আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি মহোদয়ের নির্দেশে লাকসামের নন্দিত ছাত্রনেতা শিহাব খানের দিকনির্দেশনায় ছাত্রলীগের এক নগন্য কর্মী হিসেবে নিজের এলাকার মানুষের পাশে থাকার একটু চেষ্টা করে যাচ্ছি। তাই মানবিক কর্মকান্ডে যথাসাধ্য কাজ করছি।
Leave a Reply