মোজাম্মেল হক আলম :
সম্প্রতি নোয়াখালীসহ দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় সম্পৃক্তদের দ্রুত বিচার এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ। বুধবার সন্ধ্যায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, আব্দুল কাদের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, শাজাহান মজুমদার, গোলাম কিবরিয়া সুমন, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শিহাব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
আলোক প্রজ্বলনকালে সংক্ষিপ্ত বক্তব্যে দেশব্যাপী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন ও সমান অধিকার বাস্তবায়নের লক্ষ্যে নিরলস কাজ করছে। সম্প্রতি দেশব্যাপী নারী নির্যাতনের ঘটনা নিয়ে ইতোমধ্যে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পক্ষান্তরে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা ধর্ষণবিরোধী আন্দোলনের নামে সরকার এবং রাষ্ট্র বিরোধী আন্দোলনের অপচেষ্টা করছে।’ বিএনপি-জামায়াতের নেতাকর্মীদেরকে অপরাজনীতি বর্জনের আহবান জানান বক্তারা।
Leave a Reply