মুহা: জাকির হোসাইন :
লাকসাম উপজেলাধীন ৭নং আজগরা ইউনিয়নের অন্তরগত বড়বাম গ্রাম নিবাসী, লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সম্মানীত খতিব, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদ্রাসা, মুরাদনগর, কুমিল্লা ও দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদ্রাসার সাবেক মুহাদ্দিস এবং ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও সৈয়দপুর কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ, বৃহত্তর লাকসাম তথা দক্ষিণ কুমিল্লার প্রখ্যাত আলেমে দ্বীন, শায়খুল হাদীস, আল্লামা ছালেহ আহমাদ সাহেব গত ১১ অক্টোবর, রবিবার বিকাল ৫টা ৩০মি. কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ১২অক্টোবর সোমবার সকাল ১০-৩০মি: বড়বাম ফাযিল (ডিগ্রি) মাদরাসা মাঠে তাঁর নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।
মাও: মুহা: জাকির হোসাইন এর সঞ্চালনায় সালাতুল জানাযা পূর্ব আলোচনায় মরহুমের ঘটনা বহুল জীবন-কর্ম নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ১. মাওঃ আব্দুজ জাব্বার, আমদুয়ার। ২. আলহাজ¦ মাওলানা নেছার উদ্দিন ওয়ালীউল্লাহী,পীর সাহেব, মৌকরা। ৩. মাওঃ এ.এম.এম আব্দুল কাদের, অধ্যক্ষ, আফসারুল উলুম কামিল মাদরাসা,নাঙ্গলকোট, কুমিল্লা। ৪. মাওঃ আ.ন.ম তাজুল ইসলাম, অধ্যক্ষ, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসা, লাকসাম, কুমিল্লা। ৫. মাওঃ শাহ মুহাম্মাদ মহি উদ্দিন, অধ্যক্ষ, ধামতি কামিল মাদরাসা। ৬. মাওঃ এয়াকুব শরীফ, অধ্যক্ষ, বড়বাম ফাযিল মাদরাসা। ৭. মাওঃ হোসাইন আহমাদ, অধ্যক্ষ, ছাগল নাইয়া ইসলামিয়া কামিল মাদরাসা, ফেনী। ৮. মাওঃ হুজ্জাতুল ইসলাম, অধ্যক্ষ, নাথের পেটুয়া ফাযিল মাদরাসা। ৯. মাওঃ মনির হোসাইন, উপাধ্যক্ষ, কুমিল্লা ইসলামিয়া কামিল মাদরাসা। ১০. মাওঃ ইসমাইল হোসেন,প্রধান মুহাদ্দিস, সৈয়দপুর কামিল মাদরাসা। ১১. মাওঃ মোতালেব হোসাইন, প্রধান মুহাদ্দিস, সোনাকান্দা দারুল হুদা কামিল মাদরাসা। ১২. মাও ইউসুফ ফারুকী, উপাধ্যক্ষ, লক্ষনপুর ফাযিল মাদরাসা। ১৩. মাওঃ ছাইদুর রহমান, অধ্যক্ষ, বাগরা ফাযিল মাদলাসা। ১৪. তাঁর বড় জামাতা, মাওঃ মাহবুবুর রহমান আশরাফী, হেড মুহাদ্দিস, ছান্দিনা আল আমিন কামিল মাদরাসা। ১৫. বিশিষ্ট আলেমে দীন মাওঃ আনিছুর রহমার আশরাফী প্রমূখ। মরহুমের মাগফিরাত ও দোয়া কামনা করে ইমামতের দায়িত্ব পালন করেন, তাঁর সুযোগ্য পুত্র, মাওঃ বদিউল আলম, মুহাদ্দিস, ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল মাদরাসা, রংপুর।
পরবর্তিতে মরহুমের প্রতিষ্ঠিত কমপ্লেক্সে এর আওতাধীন পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়। দোয়া ও মুনাজাত করেন, প্রবিণ আলেমে দ্বীন মাওঃ আবুল হাশেম সাহেব, আমদুয়ার।
সংবাদ দাতা:
মুহা: জাকির হোসাইন
এম.এম.এম.এ (এমফিল গবেষক)
উপাধ্যক্ষ, বাংগড্ডা ফাযিল মাদ্রাসা।
মোবা: ০১৭২৪-০২৩০০৪
ই-মেইল: [email protected]
Leave a Reply