বরুড়া প্রতিনিধিঃ মাদককে না বলুন, সুখি ও সুন্দর জীবন গড়ুন। এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ ও উজ্জীবিত তারুণ্য সংগঠনের যৌথ উদ্যেগে প্রিমিয়ার লীগ এর উদ্বোধন করা হয়েছে।
মাঠে উপস্থিত থেকে খেলার উদ্ভোদন করে আড্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সার্জেন্ট (অব) আব্দুল হাই।
আড্ডা উমেদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মাহবুবুল হক বাহারের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনি, ডাক্তার যুবায়ের আহমদ, গোলাম মোস্তফা বিএসসি, বিশিষ্ট সমাজসেবক প্রবাসি আমান উল্লাহ, আড্ডা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মজিবুল হক খোকন, মহিবুল্লা মীর, মফিজ তালুকদার, প্রাক্তন শিক্ষর্থী জাহাঙ্গীর মীর প্রমুখ।
মঙ্গলবার উদ্বোধনী খেলায় ব্ল্যাক ফাইর্টাস বনাম ইয়োলো হান্টারস গোল শূন্য ড্র হয়।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ব্ল্যাক ফাইটার্স দলের গোলরক্ষক মোঃ রাকিব হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় আড্ডা ইউনিয়ন চেয়ারম্যান জাফর উল্যাহ চৌধুরী।
খেলাটি পরিচালনা করে বাফুফের নির্বাচিত রেফারি ও আড্ডা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান জাকির হোসেন বাদল।
খেলায় মোট চারটি দলের ফ্র্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন ব্ল্যাক ফাইটার্স- মোঃ জাহাঙ্গীর মীর, ব্লু ঈগল’স- মফিজ তালুকদার, রেড ডেবিলস- সাইফুল ইসলাম ও ইয়োলো হান্টারস- মোঃ আলমগীর হোসেন।
ব্ল্যাক ফাইর্টাস এর অধিনায়কঃ গাজী রায়হান,
রেড ডেভিলস এর অধিনায়কঃ মো.সালাউদ্দীন,
ব্লু ঈগল’স এর অধিনায়কঃ সাকিল আহম্মেদ ও
ইয়োলো হান্টারস এর অধিনায়কঃ সুজন রানা।
Leave a Reply