এম.এ মান্নান :
লাকসামে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার (১৭ অক্টোবর) মুদাফরগুন্জ বাজার জলিল ইন্জিনিয়ার মার্কেটে স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইল চেয়ার বিতরণ করা হয়।
জানা যায়, স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে লাকসাম উপজেলার ৩৭ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে
২১টি হুইল চেয়ার,২ টি সেলাই মেশিন ও
নগদ ৩ লক্ষ ২৮ হাজার টাকাসহ অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করেন এ সংগঠনটি। স্মাইল ফাউন্ডেশনের সদস্য মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও আবদুল্লা আল মোতালিবের সঞ্চলনায়
এসময় উপস্থিত ছিলেন, স্মাইল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আফজাল খান, লায়ন হাপিজুর রহমান,দেলোয়ার হোসেন লিটন,মহাসিন মিয়া মাসুদ,জসিম উদ্দিন, আবু জাহের তালুকদার, তাজুল ইসলাম,রবিউল আলম মজুমদার, আবুল কাশেম রিসাত,ওমর ফারুক,শরিফ উদ্দিন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
Leave a Reply