মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলমের একমাত্র ছেলে ফেরদৌস আলম ফাহিমের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমেছে লাকসামের রাজনীতিক অঙ্গনে। পৃথক পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। ইতোমধ্যে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মাসব্যাপী কর্মসূচি স্থগিত করা হয়েছে।
জানা যায়, ফেরদৌস আলম ফাহিম লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ডিগ্রি বর্ষের ছাত্র ছিলো। সে কলেজ শাখা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে সম্পৃক্ত ছিলো। দুই ভাই-বোনের মধ্যে সে বড়। গত ১৫ অক্টোবর ভোর রাতে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ১৮ অক্টোবর রবিবার বেলা ১১টায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২২ বছর।
রবিবার রাতে গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুস ভূঁইয়া, পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মনিরুল ইসলাম রতন, মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম, সহ-সভাপতি খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুলসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন, দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ী এবং সর্বস্তরের কয়েক হাজার মুসল্লি অংশগ্রহণ করেন।
Leave a Reply