মোস্তাফিজুর রহমান মাসুদ :
আজকে যারা ছোট্র শিশু
আগামীর কর্ণধার
কোমল তাদের কচি মন
সতেজ জীবন যার।
নেই ভেদাভেদ তার কাছে
ধর্ম গোত্র জাতি
কাপড় যেমন সবাই পড়ে
হোকনা বুনে তাঁতি!
খেলাধূলা গল্প করা
এটাই যাদের কাজ
বাবা মায়ের চোখের মণি
যেমন মাথায় তাজ।
তোমরা যারা ছোট্র শিশু
কোমল যাদের মন
তাদের তরে ঈশ্বরের
কতো আয়োজন
Leave a Reply