1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনামঃ
পিপলস অ্যাডাপটেশন প্ল্যানস ফর ইনক্লুসিভ ক্লাইমেট স্মার্ট সিটিস’ প্রশিক্ষন লাকসামে ইংরেজি দৈনিক প্রেজেন্ট টাইমস পত্রিকার ১০ম পুর্তি উদযাপন মানবিক সমাজ গঠনে দেশের সকল মানুষের সহযোগিতা চাই -ডা.শফিকুর রহমান দেশে নির্বাচিত সরকারের বিকল্প নেই -মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারত পানি না দিলে জাতিসংঘে যাবে বিএনপি: তারেক রহমান বিএনপি মহাসচিবের জনসভা সফল করতে লাকসামে সংবাদ সম্মেলন  বর্ণাঢ্য আয়োজনে লাকসামে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন ১৭ বছরের জটবাঁধা বিরোধের অবসান : লাকসামের বিএনপির শীর্ষ দুই নেতা একট্টা বিজয় দিবসে ভবিষ্যত বাংলাদেশ নিয়ে তারেক রহমানের বার্তা বিজয় দিবসে ছাত্রশিবিরের র‍্যালি

লাকসামে আওয়ামীলীগের উদ্যোগে আবদুল আউয়ালের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

  • প্রকাশকালঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩৫০ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম :
যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় কুমিল্লার লাকসামে বৃহত্তর কুমিল্লার আওয়ামী রাজনীতির সূচনাকালীন নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য মৌলভী আবদুল আউয়ালের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৮ অক্টোবর বুধবার প্রয়াত এ নেতার স্মরণে মিলাদ মাহফিল, কবর যেয়ারত ও পুষ্পস্তক অর্পণ করে উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


বুধবার বাদ আছর পৌর ১নং ওয়ার্ডের মিশ্রি জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মৌলভী আবদুল আউয়ালের আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মুনাজাত করা হয়। পরে মৌলভী আবদুল আউয়ালের কবর যেয়ারত শেষে সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


এসময় উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, উপজেলা যুবলীগ সদস্য, মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, আবদুল কাদের, মাহবুব মোর্শেদ ফারুক, সাজেদুল ইসলাম সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।


উল্লেখ্য, ২০০৭ সালের ২৮ অক্টোবর ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে লাকসামের নিজ বাসভবনে ইন্তেকাল করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য মৌলভী আব্দুল আউয়াল। তিনি বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন। ১৯৩৬ সালে ১৭ বছর বয়সে কিশোর আব্দুল আউয়াল অংশগ্রহণ করেন বৃটিশ বিরোধী আন্দোলনে। ১৯৩৮ সালে তিনি সক্রিয়ভাবে সম্পৃক্ত হন লাকসাম থানা মুসলিম ছাত্রলীগের রাজনীতিতে। ১৯৩৯ সালে লাকসাম থানা মুসলিম ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৯৪০ সালে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৪১ সালে পাকিস্তান দিবস পালনের উদ্দেশ্যে গণস্বাক্ষর সংগ্রহ করার দায়ে ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান লাকসামের গাজীমুড়া আলীয়া মাদ্রাসা থেকে বহিষ্কৃত হন মেধাবী ছাত্রনেতা আব্দুল আউয়াল। তিনি ১৯৪২ সালে ত্রিপুরা সদর দক্ষিণ মহকুমা মুসলিম ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বৃহত্তর কুমিল্লা জেলা মুসলিম ছাত্রলীগের সভাপতি ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম ছাত্রলীগের কাউন্সিল সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৪৩ সালে ত্রিপুরা জেলা মুসলিম লীগ ও বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগে কাউন্সিল সদস্য হিসেবে কলকাতায় অনুষ্ঠিত প্রাদেশিক মুসলিম লীগের প্রতিটি সভায় যোগদান করেন। ১৯৪৫ সালে চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত রহিমানগর বাজারে আয়োজিত জনসভায় পাকিস্তানের স্বপক্ষে জ্বালাময়ী বক্তব্য দেয়ার দায়ে ব্রিটিশ সরকার কর্তৃক গ্রেফতার হন জননেতা আব্দুল আউয়াল।
তিনি ১৯৪৯ সালে লাকসাম থানা আওয়ামীলীগের সম্পাদক, ১৯৫৩ সালে মহকুমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ষাট-সত্তরের দশকে কুমিল্লার লাকসামে আব্দুল আউয়াল আয়োজিত বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার প্রমাণাদি স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল হিসেবে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত আছে। এজন্য সংগ্রামী আব্দুল আউয়াল মুক্তিযুদ্ধের একজন ইতিহাস সংগ্রাহক হিসেবেও বিবেচিত।
১৯৭১ সালের যুদ্ধকালীন সময়ে বঙ্গবন্ধুর নির্দেশনা মোতাবেক কাঠালিয়ায় দুটি ইয়ুথ ক্যাম্পের পরিচালনার দায়িত্বে ছিলেন মৌলভী আব্দুল আউয়াল। পরবর্তীতে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের কমিটি গঠন করে আব্দুল আউয়ালকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন। দীর্ঘ এক দশক তিনি এ দায়িত্ব পালন করেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম