নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের ডোমবাড়ীয়া গ্রামের মরহুম হাজী ইউনুছ মিয়ার ছোট ছেলে আবু বকর ছিদ্দীক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তিনি বিসিএস ৯ম ব্যাচের সহকারী সচিব হিসেবে যোগদান করেন৷পরে পদোন্নতি পেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়, প্রতিরক্ষা মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন৷
পরবর্তীতে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়ে আরবান প্রাইমারী হেলথ কেয়ার প্রজেক্ট এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷যুগ্নসচিব হিসেবে পদোন্নতি পেয়ে পাওয়ার গ্রীড কোম্পানী লিঃ এর নির্বাহী পরিচালক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন তিনি৷পরবর্তীতে অতিরিক্ত সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগে যোগদান করেন৷
সর্বশেষ গত ২২অক্টোবর সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হন৷তিনি পরিবারের সবার ছোট৷তার স্ত্রী ফিরোজা খাতুন (পরিচালক পানি উন্নয়ন বোর্ড) ও দুই মেয়ে নিয়ে সুখেই আছেন৷
উল্লেখ্য মরহুম আবুল খায়ের বি এস সি আবু বকর ছিদ্দীকের বড় ভাই৷
Leave a Reply