মোজাম্মেল হক আলম :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কুমিল্লার লাকসাম পৌরসভার ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্য্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
পৌর ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান মালুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, সহ-সভাপতি শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ছায়েদুল হক লিটন প্রমুখ।
ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজিবুর রহমান লুহিনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত বর্ধিত সভায় ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply