নিজস্ব প্রতিনিধি :
ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লার লাকসামে মানববন্ধন করেছে দামবাহার বায়তুশ শরফ জামে মসজিদের মুসল্লিরা। শুক্রবার বাদ জুমা দামবাহার বায়তুশ শরফ জামে মসজিদ সংলগ্ন লাকসাম-নাঙ্গলকোট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ কয়েক শত মুসল্লি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি এবং ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জন করতে সারা বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানান। বক্তারা বলেন, ‘ফ্রান্সে প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁর প্রত্যক্ষ মদদ ও রাষ্ট্রীয় সহযোগিতায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, মুসলমানদের হৃদয়স্পন্দন বিশ্বনবী মুহম্মাদ (সা.) এর ব্যাঙ্গচিত্র তৈরি করে পৃথিবীর দুই শ’ কোটি মুসলমানের হৃদয়ে কুঠারাঘাত করা হয়েছে। সেই সাথে এসব ব্যাঙ্গচিত্র প্রদর্শন করা বন্ধ করা হবে না বলে জানিয়ে বিশ্বের সকল মুসলমানের মানবিক ও মৌলিক অধিকার চরমভাবে খর্ব করেছে ম্যাক্রোঁ। ফ্রান্স সরকার প্রধান গোটা পৃথিবীর মুসলমানের কলিজায় আঘাত করেছে। তাই ফ্রান্সের যাবতীয় পণ্য বর্জন করা মুসলমানদের ইমানী দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।’ ফ্রান্সের সাথে কুটনৈতিক সম্পর্ক বর্জন করে তাদেরকে সমুচিত জবাব দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদার্থ আহবান জানান বক্তারা।
ঘাটার পূর্ব পাড়া বায়তুল জান্নাত জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শামসুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নোয়াগাঁও পূর্বপাড়া জামে মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া, দামবাহার বায়তুশ শরফ জামে মসজিদের খতিব, সমাজসেবক শহিদুর রহমান বিএসসি প্রমুখ।
মানববন্ধন শেষে মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া-মুনাজাত করা হয়।
Leave a Reply