লাকসাম সংবাদদাতা
কুমিল্লা লাকসামে ব্যতিক্রমি আয়োজনে মাষ্টার ডিজিটাল সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লাকসাম ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের পরিচালক নাঈম।
আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু অনুষ্ঠানে বলেন, লাকসামে আমার আওতাধীন মাষ্টার ডিজিটাল সেন্টার এলাকার মানুষের গুরুত্বপূর্ণ ইউনিট। এ সেন্টার মানুষের ডিজিটাল সেবা পূরণে কাজ করবে।
তিনি আরো বলেন, এই সেন্টারের মাধ্যমে কম্পিউটার প্রশিক্ষণ গ্রহন করে দেশকে উন্নত করবে এবং বেকার মুক্ত সমাজ গড়বে।এ সেবা এলাকার জনগনের আস্থা ও নির্ভরতায় প্রতীকে পরিণত হবে। আশা করি তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং এলাকা বসীর সহযোগীতায় মাইলফলক হিসেবে কাজ করবে।
করোনাভাইরাস সঙ্কটের মধ্যেও নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাষ্টার ডিজিটাল সেন্টার বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সেবা গ্রহীতাদের আন্তরিকভাবে সেবা দিয়ে যাবেন এই প্রত্যাশা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মঞ্জর আলম, লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম, মাষ্টার আব্দুস সালাম, ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল বারেক, সমাজ সেবক তোফায়েলসহ সেন্টারের উদ্যোক্তা মানিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
Leave a Reply