ইব্রাহীম খলিল :
স্বপ্নরা উঁকি দেয় হৃদয়টা কথা কয়
সুখের স্রোতে মন নিভৃতে সুখী রয়।
দিন যায় মাস যায় বছর পুড়িয়ে যুগ
মায়াময়ী অপ্সরী অন্তরে উপভোগ।
দু’ঠোঁটের ভাজে তার মিষ্টি হাসির দোল
কপালের কালো টিপ করে না হট্টগোল।
আপেলসম থুতনি চোখ দুটি মায়াজাল
পৃথিবীর রূপমোহে বিচিত্র হলো হাল।
অপেক্ষার প্রহরে ক্লান্তির অবসান
দূরান্তে প্রেয়সীর শীতল শুভ্র প্রাণ।
চলন-বলনে তার নেই কোন ব্যবধান
ইশারায় নাচে মন সুর করে গায় গান।
অপূর্ব অনন্যা নেই তোমার তুলনা
প্রণয় রাজ্যে তাই কাব্য হয় রচনা।
গল্প-উপন্যাসে রোমাঞ্চে ভরপুর
অন্তিমে বাস্তব স্বপ্নের করিডোর।
হৃদয় কাননে তুমি ফুটন্ত ফুল হয়ে
অনন্ত অনুরাগে নির্জন লোকালয়ে,
পরম যতনে প্রেমে হৃদয়ের গহ্বরে
আমরণ অঙ্কনে গেঁথে নিও অন্তরে।
Leave a Reply