রানা হাসান :
সুখ আমাকে বোকা বানায়
ভোলায় যতো ঋণের খেলা;
বুড়োকেও খোকা বানায়
ঘুম পাড়িয়ে দিনের বেলা।
সুখের অসুখ যার লেগেছে
আস্ত জীবন পুড়েছে তার
এমন পথে পথ সে হারায়
পথে ফেরা হয় না যে আর
সুখের সাথে দুশমনি ঠিক;
সখ্যতা নয় এই জীবনে!
‘সুখের অসুখ’- ধিক তোকে
ধিক! দুঃখ বাঁচুক আমার মনে।
Leave a Reply