মোজাম্মেল হক আলম :
লাকসাম পৌরসভা ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আলোচনা শেষে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীদেরকে অতীতের ন্যায় আগামী দিনেও সুসংগঠিত ভাবে সুশৃঙ্খল রাজনীতি চর্চার আহবান জানিয়ে বক্তারা বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম যুব সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পেরিয়েছে সংগঠনটি। সমাজের সর্বস্তরের মানুষের পাশে থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে যুবলীগ নেতাকর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।’
আলোচনা সভা ও কে কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মকবুল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বাশার, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল কাদের, ওয়ার্ড যুবলীগ সভাপতি এমআর মানিক, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আব্দুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, প্রচার সম্পাদক ফয়সালুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন সানি, ওয়ার্ড যুবলীগ নেতা মাসুদ পারভেজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এমএম সাইমুন, আক্তার হোসেন রনি, ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাজ্জাদুল ইসলাম বিজয় প্রমুখ।
Leave a Reply