নকশী বার্তা ডেস্ক : চলতি মাসেই সারা দেশের অননুমোদিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
তিনি জানান, বৃহস্পতিবারের মধ্যে বিভাগীয় পরিচালকদের কাছে জরুরি ভিত্তিতে সারা দেশের অননুমোদিত বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর তালিকা চাওয়া হয়েছে।
ডিজি বলেন, সব জেলার সিভিল সার্জনদের দায়িত্ব দেওয়া হচ্ছে। এর সঙ্গে প্রশাসন, পুলিশ, আইন প্রয়োগকারী ম্যাজিস্ট্রেটের সাহায্যে এ অভিযান পরিচালনা করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, সারা দেশে লাইসেন্সধারী মোট ৬ হাজার ৬৭টি প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে হাসপাতাল ২ হাজার ১৩০টি, ডায়াগনস্টিক সেন্টার ৩ হাজার ৮৫৬টি ও ব্লাড ব্যাংক ৮১টি।
Leave a Reply