1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরিক সুবিধা নিশ্চিতে মাস্টারপ্ল্যান তৈরি করতে হবে : কুমিল্লায় এলজিআরডি মন্ত্রী

  • প্রকাশকালঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ২২৯ জন পড়েছেন

নিজস্ব প্রতিনিধি : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উদ্যোক্তদের কাছে হতাশার কোন জায়গা নেই। আপনার নৈতিক মূল্যবোধ এবং শিক্ষা-জ্ঞান থাকাটাই জরুরী। আপনার মানসিক শক্তির কাছে সব কিছুই পরাজিত হবে। যার কাছে মেধা থাকবে তাকে কেউ আটকাতে পারবে না।

আমাদের তরুণ প্রজন্মের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক প্রকল্প দিয়েছেন। এসব প্রকল্পকে তরুণ উদ্যোক্তারা অবশ্যই কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারবেন।

মন্ত্রী শনিবার (১৫ নভেম্বর) সকালে কুমিল্লা ক্লাব অডিটরিয়ামে “স্টার্ট আপ কুমিল্লা”র উদ্বোধনী অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মূল্যবোধসম্পন্ন মেধাবীদের কেউ আটকাতে পারবে না: এলজিআরডি মন্ত্রীআইসিটি ডিভিশনের উদ্যোগে কুমিল্লা ক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্টার্ট আপ কুমিল্লার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন  কুমিল্লা  সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, আই সি টি ডিভিশনের সিনিয়র  সচিব এন এম জিয়াউল আলম,কুমিল্লা  বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এমরান কবীর চৌধুরী, আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের প্রকল্প পরিচালক সৈয়দ  মজিবুল হক।

সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো আবুল ফজল মীর। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত কুমিল্লার  ৮০ জন  ছাত্র- ছাত্রীগণ  নতুন স্টার্ট আপে উদ্যোক্তা হিসেবে অংশ নেন।

কুমিল্লায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে মাস্টারপ্ল্যান তৈরির নির্দেশনা দিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, ‘সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভাগের অধীনে থাকা প্রতিষ্ঠানগুলোতে শুধু রাজস্ব আদায় বৃদ্ধি করলেই হবে না- নাগরিক সেবাও বৃদ্ধি করতে হবে। শহরে বসবাসরত মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করবেন, হোল্ডিং ট্যাক্স নিবেন আর নাগরিক সুবিধা দিবেন না এটা হতে পারে না।’

সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোতে রাজস্ব আয় বৃদ্ধি করে স্বনির্ভরশীল হওয়ার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন,  ‘রাজস্ব আদায়ে কোন রকম বৈষম্য করা যাবে না। কারো থেকে বেশি, কারো থেকে কম এমনটা করা যাবে না।’ এসময় কুমিল্লা শহরের বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, রাস্তা-ঘাট-ব্রিজ নির্মাণসহ জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম