মাসুদুর রহমান :
সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে লাকসাম পৌরসভার ৯নং ওয়ার্ড উত্তর সাতবাড়িয়া, কাদ্রা গ্রাম কমিটির আওয়ামী যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় উত্তর সাতবাড়িয়া রেললাইন সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লাকসাম উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের।
পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন মজুমদার, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ অলি উল্লাহ লিটনের সঞ্চালনা বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর গোলাম কিবরিয়া সুমন,উপজেলা যুবলীগের সদস্য সাজেদুল ইসলাম সজল, মোঃ নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহিদ আলম, ও জহিরুল ইসলাম যুবলীগের সহ-সভাপতি মোঃ রবিউল হোসেন,মোঃ তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইমরান হোসেন, প্রমুখ।
গ্রাম কমিটির সম্মেলনে ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে পূর্বোক্ত কমিটি বিলুপ্ত করে উত্তর সাতবাড়িয়া যুবলীগের মোঃ হোসাইন আহমেদকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সাতবাড়িয়া যুবলীগের মোঃ আইয়ুব আলীকে সভাপতি এবং মোঃ আবু তাহেরকে সাধারণ সম্পাদক করে নবগঠিত কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক অধ্যাপক আবুল খায়ের।
Leave a Reply