লাকসাম প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক না পরায় লাকসামে ভ্রাম্যমান আদালতে পথচারী ও দোকানীদের জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা মঙ্গলবার লাকসাম দৌলতগঞ্জ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওইদিন ১৩ জন পথচারী ও দোকানিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে, উপজেলা নির্বাহি অফিসার একেএম সাইফুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে ১১ জন পথচারী ও দোকানিকে ৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply