মাসুদুর রহমান, লাকসাম।।
লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে কামরুল ইসলাম খান মণিকে সভাপতি, সুমন সাহাকে সাধারণ সম্পাদক, গোপাল সাহাকে যুগ্ম সাধারণ সম্পাদক, রেজাউল করিম জুয়েল ও মিঠুন চক্রবর্তী লেকসনকে সহ-সভাপতি, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন তুহিন ও লিমন সাহাকে সাংগঠনিক সম্পাদক করে ৮নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়।
উপজেলা যুবলীগের সদস্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নিমাই সাহার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ও সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন মজুমদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য ওমর ফারুক চেয়ারম্যান।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ দলিলুর রহমান মানিক, পৌর কাউন্সিলর আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রবীর সাহা, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, মনির হোসেন, সাজেদুল ইসলাম সজল, শিহাব খাঁন, সাইফুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক পিন্টু সাহা, উপজেলা যুবলীগের সদস্য মহিন উদ্দিন, মাসুদ পারভেজ রনি, জীবন দেবনাথ, হারুনুর রশিদ, যুবলীগ নেতা মারুফ আহমেদ মজুমদার, ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন প্রমুখ।
সম্মেলনে ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুল কাদের শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর ইকবাল, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জুয়েল রানা সবুজ সহ ৮নং ওয়ার্ড যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply