নিজস্ব প্রতিনিধি :
লাকসামে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটির উদ্যোগে জনসাধারণের মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) পৌর সদরের লাকসাম দৌলতগঞ্জ বাজারে বিভিন্ন যানবাহনের চালকদের মধ্যে এসব মাস্ক বিতরণ করা হয়।
এ সময় করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয়।
মাস্ক বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, সহ-সভাপতি সাকিব মাহমুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, নারী-শিশু ও শিক্ষা বিষয়ক সম্পাদক ইকবাল মাহমুদ, পরিবেশ ও পাঠাগার বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ রাজু, দপ্তর সম্পাদক রকিবুল হাসান শান্ত, মিডিয়া এডভাইজার জহিরুল কাইয়ুম ফিরোজ, কর্মসূচি বিষয়ক সম্পাদক মোহাসিন, সদস্য মাইনুল ইসলাম রাসেল, স্বাধীন আলম, জোবায়ের আহমেদ, শাহাদাত হোসেন প্রমুখ।
Leave a Reply