নিজস্ব প্রতিনিধি :
নিখোঁজের দুই দিন পরও সন্ধান মেলেনি কুমিল্লার লাকসামের গৃহবধূ মর্জিনা আক্তারের। গত ২৭ নভেম্বর বাড়ি থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মর্জিনা আক্তার (৩০) লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কালিয়াচৌঁ গ্রামের মোল্লা বাড়ির মৃত আব্দুল জলিলের মেয়ে।
পারিবারিক সূত্র জানায়, গত ২৭ নভেম্বর নিজ বাড়ি থেকে স্বামীর বাড়ি বাঙ্গড্ডার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। গত দুই দিনেও তার সন্ধান মেলেনি। রবিবার (২৯ নভেম্বর) লাকসাম থানায় নিখোঁজ ডায়েরী করেছে তার মা মাকসুদা বেগম।
নিখোঁজ মর্জিনা আক্তারের সন্ধান পেলে ০১৮৪৬-৫০৭৫৫১ নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করা হলো।
Leave a Reply