দুবাই সংবাদদাতা :
দীর্ঘ বছর যাবত আমিরাতে বাংলাদেশীদের নিয়োগ ভিসা বন্ধ থাকায় এমনিতেই ব্যবসায়ীরা দেশী শ্রমিক সন্কটে হিমশিম খেতে হচ্ছে। তার উপর আমিরাতে ভিজিট ভিসায় এসে ভিসা লাগানোর সুযোগ থাকা সত্বেও বাংলাদেশের এয়ারপোর্টে ভিজিট ভিসাধারীদের আসতে দেয়া হচ্ছে না। এতে করে ব্যবসায়ীরা ভিজিট ভিসা উঠাতে গিয়ে যেমনিভাবে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনিভাবে ভিজিট ভিসাধারী লোকদের আনতে না পারায় আরো চরম হতাশায় ভোগছেন। তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করেন প্রবাসী ব্যবসায়ীরা। গতকাল (আজ ২৮ নভেম্বর শনিবার) দুবাই আবিরে হাজর আল আসওয়াদ ট্রেডিং এর উদ্ভোধন হওয়া কোম্পানি কর্তৃক ইন্টারন্যাশনাল সিটি খাজাবাবা রেস্টুরেন্ট হলরুমে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। অনুষ্ঠানের শুরুতে দোয়া মাহফিল পরিচালনা করেন ড. মাওলানা আবদুস সালাম। দোয়া মাহফিল শেষে হাজর আল আসওয়াদ ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কাউছারের সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা দুবাই ও উত্তর আমিরাতের সাধারণ সম্পাদক ও পটিয়া উপজেলা অা’লীগের সদস্য মোহাম্মদ হামিদ আলীর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন ড. আবদুস সালাম, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সিনিয়র সহ:সভাপতি জসিম উদ্দিন পলাশ, রাউজান সমিতি দুবাই প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এনাম, মোহাম্মদ হাছান আলী, বাপ্পী চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আব্দুলা হাত্তাল মসজিদের পেশ ঈমাম।
Leave a Reply