মাসুদুর রহমান, লাকসাম।
লাকসাম সাব-রেজিস্ট্রি অফিসের বদলি হওয়া সাব-রেজিস্ট্রার সাজেদা আক্তারকে বিদায় সংবর্ধনা দিয়েছেন সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত কর্মচারী ও দলিল লেখকবৃন্দ। এ উপলক্ষ্যে বুধবার (২ ডিসেম্বর) বিকেলে সাব-রেজিস্ট্রি অফিসে সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ দলিল লেখক সমিতি লাকসাম উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও এক্সট্রা মোহরার আবু সায়েমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাইফ উদ্দিন। আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ দলিল লেখক সমিতি লাকসাম উপজেলা শাখার উপদেষ্টা আলী আক্কাস, সহ-সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক অহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানা উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন মজুমদার আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, এক্সট্রা মোহরার আনোয়ার হোসেন, শাহজাহান বাবুল, করণিক শ্রী নিবাস সরকার, দলিল লেখক মাসুম বিল্লাহ, আহসান উল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে লাকসাম সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল কর্মচারী ও দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে চাকরিকালে সার্বিক সহযোগিতার জন্য সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারী ও দলিল লেখকদের ধন্যবাদ জানান বদলি হওয়া সাব-রেজিস্ট্রার সাজেদা আক্তার।
Leave a Reply