আমজাদ হাফিজ :
লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত আবুল খায়েরের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২ ডিসেম্বর) এশার নামাজের পর গুন্তি দক্ষিণপাড়া জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
মরহুমের পুত্র, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ হারুনুর রশিদের আয়োজনে মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির রতন, ওবায়েদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার, কৃষি বিষয়ক সম্পাদক দুলাল মিয়া, সদস্য জাহাঙ্গীর আলম খোকন, আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান, অহিদুর রহমান, হিরু মিয়া, বাচ্চু মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি কামরুল ইসলাম মণি, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তুহিন, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রহমান দুলাল, যুবলীগ নেতা শাহজাহান মিন্টু, শাহাবুদ্দিন সুজন, জহিরুল ইসলাম খোকন, বদিউল আলম, মিজানুর রহমান, ফরহাদ হোসেন, শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মমিন, উপজেলা ছাত্রলীগ নেতা মোস্তফা কামাল শামীম, আব্দুর রহমান, রায়হান কবির রিজন, দিপু, রিপন প্রমুখ।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ২০১৭ সালের ২ ডিসেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন লাকসাম পৌরসভা ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল খায়ের। তিনি আমরণ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন। তৃণমূল পর্যায়ে আওয়ামী রাজনীতি ও সমাজসেবায় আওয়ামী লীগ নেতা আবুল খায়েরের অবিস্মরনীয় অবদান রয়েছে।
Leave a Reply