নিজস্ব প্রতিনিধি :
লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার গণসংযোগ ও পথসভা করেছেন। মঙ্গলবার বিকালে তিনি নিজ এলাকার দলীয় নেতা-কর্মীদেরকে নিয়ে আজগরা ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে এই গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আগামী দিনেও সকল দ্বিধাদ্বন্ব ভুলে গিয়ে আওয়ামী লীগের দলীয় কর্মকান্ডের সাথে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখার উদার্থ আহবান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন, আজগরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক মেম্বার, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, লাকসাম উপজেলা যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন মজুমদার টিটু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বাবলু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, হায়াতুন্নবী স্বাধীন, ছাত্রলীগ নেতা বোরহান উদ্দিন সহ আরো অনেকে। এসময় প্রত্যেক এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
পূর্ব ঘোষনা ছাড়া হঠাৎ আজগরা ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম মজুমদার এবং সাধারণ সম্পাদক জামাল হোসেনের গণসংযোগ ও পথসভায় নেতাকর্মীরা আনন্দিত। তারা আগামী দিনে যুবলীগের রাজনীতির মাধ্যমে মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রতিজ্ঞা করেন।
Leave a Reply