মোজাম্মেল হক আলম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে লাকসাম নোয়াখালী রেলগেইট বঙ্গবন্ধু চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সেলিম কাদের চৌধুরী, লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শম্ভু সাহা, আব্দুল বাতেন চঞ্চল, আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম নুরুল হুদা রাজু, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, দপ্তর সম্পাদক শাহ আলম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ছায়েদুল হক লিটন, আইন বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, আজগরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, পৌর ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজিবুর রহমান লুহিনসহ উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, ‘১৯৭৫ সালে যারা বাঙালীর মহান মুক্তিযুদ্ধের অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছে, বর্তমানে তাদের উত্তরসুরীরাই কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের মত জঘন্য অপরাধ করেছে। তারা ধর্মকে অপরাজনীতির হাতিয়ার বানিয়ে সরলমনা বাঙালী জাতিকে ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এ সমস্ত ধর্মবণিকদের শক্ত হাতে প্রতিহত করতে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদেরকে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান বক্তারা।’ বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। স্বাধীনতার মহান স্থপতিকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অবিস্মরনীয় করে রাখতেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য এবং প্রতিকৃতি নির্মাণ করেছে বর্তমান সরকার। সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে বস্তুতপক্ষে কোটি কোটি মুজিবপ্রেমীর অন্তরে আঘাত করেছে পঁচাত্তরের মীর জাফরের প্রেতাত্মারা। তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সদা প্রস্তুত বলে প্রতিবাদ সমাবেশে হুঁশিয়ারি দেন বক্তারা।’
সমাবেশ শেষে প্রতিবাদী স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল বের করে লাকসাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে সমগ্র উপজেলার বিভিন্ন স্তরের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
Leave a Reply