মোজাম্মেল হক আলম :
লাকসামের আজগরা ইউনিয়নের বিভিন্ন মসজিদের প্রায় দেড় শতাধিক ইমাম-মোয়াজ্জিন পেলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি‘র ঈদ উপহার। এসময় এলজিআরডি মন্ত্রীর ঈদ উপহারের পাশাপাশি ইমাম-মোয়াজ্জিনদেরকে ঈদ সামগ্রীও তুলে দেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রুহুল আমিন।
বৃহস্পতিবার দুপুরে আজগরা ইউপি কার্যালয় প্রাঙ্গণে প্রায় ১‘শ ৬২জন ইমাম-মোয়াজ্জিনকে ওই ঈদ সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড মেম্বার মোবারক হোসেন, মুজিবুর রহমান মুজিব, উপজেলা যুবলীগ সদস্য মোঃ শাহ জালাল মজুঃ, মোঃ আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন সোহাগ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রুহুল আমিন, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।
চেয়ারম্যান মোঃ রুহুল আমিন বলেন, প্রতি বছরের ন্যায় আমাদের প্রিয় নেতা মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয়ের দেয়া সম্মানিত ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে আর্থিক ঈদ উপহার তুলে দেয়ার পাশাপাশি আমরা পরিষদের পক্ষ থেকে তাদের ঈদ সামগ্রী দিয়েছি।
Leave a Reply