1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৯ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বশির আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকী

  • প্রকাশকালঃ রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩৬৮ জন পড়েছেন

মোজাম্মেল হক আলম : 
এ পৃথিবীতে আমরা কেউ অবিনশ্বর নই। সবাইকে একসময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একাত্তরের রণাঙ্গনে বীরসেনা, শিক্ষারত্ন, দক্ষিণ কুমিল্লার আলোকিত মানুষ অধ্যক্ষ বশির আহমেদও নশ্বর এই পৃথিবীর মায়া ত্যাগ করে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
অধ্যক্ষ বশির আহমেদ আমাদের স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ব্যক্তিত্ব। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু তিনি বেঁচে আছেন তার কর্মে, মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসায়। তিনি ছিলেন শিক্ষক, উদ্ভাবক, নির্দেশক ও সংগ্রামী নেতা। তিনি ছিলেন, আপাদমস্তক বাঙালি, স্বাধীনতা সংগ্রামী অসম্প্রাদায়িক মানুষ। তিনি প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকবেন আপামর জনতার হৃদয়ে।
স্বাধীনতা পূর্ববর্তীকালে (১৯৬৯-১৯৭১) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল (বর্তমান জহুরুল হক হল) ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জালগাঁও গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ বশির আহমেদ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত ছাত্র সংগঠনের এ মেধাবী ছাত্রনেতা বঙ্গবন্ধুর আহবানেই স্বতঃফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন একাত্তরের রণাঙ্গনেও।
তৎকালীন আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্মীদের সমন্বয়ে গঠিত মুজিব বাহিনী (বিএলএফ) এর প্রথম সারির ৩১ জন সক্রিয় সদস্যের অন্যতম ছিলেন সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা বশির আহমেদ। পরবর্তীতে বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার গৌরবও অর্জন করেন তিনি। বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ বশির আহমেদ তার জীবনের মাঝপ্রান্তে এসে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে নিজেকে সঁপে দেন একাধিক শিক্ষাঙ্গনে। তিনি এদেশের সুনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করার পর ফেনী ফুলগাজী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেন। অধ্যাপনার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও অধ্যক্ষ বশির আহমেদের অবদান অনস্বীকার্য। তিনিই (ব্রাড মডেল কলেজ) বর্তমানে লাকসাম মডেল কলেজের একমাত্র ভূমিদাতা ও প্রতিষ্ঠাতা এবং তার নিজ গ্রামে অবস্থিত হাজী রুস্তম আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য প্রতিষ্ঠাতা। এছাড়াও বিভিন্ন ধর্র্মীয় প্রতিষ্ঠান এবং সামাজিক উৎসব-আয়োজনের সাথেও ছিল তার আমরণ সম্পৃক্ততা।
অবশেষে প্রাণ ও প্রকৃতির মায়া কাটিয়ে ২০১৭ সালের ১৩ ডিসেম্বর চিরতরে বিদায় নিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারি, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বশির আহমেদ।
মৃত্যুর ৩ বছর উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পারিবারের পক্ষে থেকে সবার কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম