মোজাম্মেল হক আলম :
কুমিল্লার লাকসামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধিন ৪৪ পদাতিক ব্রিগ্রেডের এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সার্বিক তত্বাবধায়নে লেফটেনেন্ট মুসরাতুল ইসলাম খান এই ঈদ সামগ্রী প্রদান করেন।
শুক্রবার ২২মে বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম ও দুস্থ শিশুদের মাঝে দুই এতিমখানার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধিন ৪৪ পদাতিক ব্রিগ্রেডের এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সদস্যরা ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
লেফটেনেন্ট মুসরাতুল ইসলাম খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এতিম ও দুস্থ শিশুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর কুমিল্লার ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধিন ৪৪ পদাতিক ব্রিগ্রেডের এডহক ১৬ প্যারা পদাতিক ব্যাটালিয়নের সার্বিক তত্বাবধায়নে আমরা এই খাদ্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করছি।
Leave a Reply