মোঃ আবুল কালাম :
আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পৌরসভার পশ্চিমগাঁও কাজিপাড়া কাদেরীয়া হাফেজিয়া সুন্নিয়া নূরানীয়া মাদরাসা কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মুফতি এমএ তাহেরের সভাপতিত্বে ও ইসমাঈল শেখের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আল্লামা আব্দুল বারী জিহাদী নকশবন্দী আল মুজাদ্দেদী। প্রধান বক্তা ছিলেন, কুমিল্লা জেলা সভাপতি পীরে ত্বরিকত এমএ ওয়াহেদ সাবুরী, আল্লামা আব্দুল বারী মোহনপুরী।
সম্মেলনে অধ্যক্ষ মুফতি এমএ তাহেরকে সভাপতি, হাফেজ মাওলানা মীর হোসেন পাটোয়ারী ও আলহাজ আব্দুল ওয়াদুদকে সিনিয়র সহ-সভাপতি, মাওলানা রবিউল হোসাইন হেলালিকে সাধারণ সম্পাদক, মাওলানা হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জাফর আহমেদকে অর্থ সম্পাদক করে ১৭৫ সদস্য বিশিষ্ট কমিটি ও ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাঁচথুবী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেয়ামত উল্লাহ আজহারী, সোনাকান্দা কামিল মাদরাসার শায়খুল হাদিস আল্লামা মুফতি মোতালেব হোসাইন সালেহী, মুদাফরগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ মিয়াজী, অর্থ সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।
এসময় অত্রাঞ্চলের বিভিন্ন দরবারের প্রতিনিধিবৃন্দ এবং ওলামায়েকেরাম উপস্থিত ছিলেন।
Leave a Reply