স্টাফ রিপোর্টার : কুমিল্লার নাঙ্গলকোটে ‘ময়ূরা স্কুল ছাত্র কল্যাণ সংস্থা’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে ময়ূরা উচ্চ বিদ্যালয় মাঠে স্থায়ী পরিচালনা পরিষদের এক সভায় সকলের সিদ্ধান্ত মতে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুরের সহকারী অধ্যাপক ইমন সালাউদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি ইনচার্জ মো. মাসুদ হাসান। এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো: ওয়াহিদুর রহমান মিঠু, প্রভাষক, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজ; যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. ফখরুল ইসলাম রিপন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জুবায়ের হোসেন এবং ওওসিএল গ্রুপের সহকারী ব্যবস্থাপক মো. জাফর ইকবাল জুয়েল, সাংগঠনিক সম্পাদক নাঙ্গলকোট উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের জুনিয়র অফিসার রানজ রায় চৌধুরী, অর্থ সম্পাদক ফেনী সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মহি উদ্দিন, প্রচার সম্পাদক প্রেস ইনিস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. দুলাল মিয়া, আইন বিষয়ক সম্পাদক গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রভাষক হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুমিল্লা সরকারি পলিটেকনিকের শিক্ষার্থী মো. আফসার উদ্দিন, দপ্তর সম্পাদক ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন জয়, ক্রীড়া সম্পাদক ভিক্টোরিয়া সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জহিরুল কাইয়ূম, প্রকাশনা সম্পাদক ভিক্টোরিয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইদুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর বিভাগের শিক্ষার্থী মামুন আবদুল্লাহ, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল খালেক শান্ত, আপ্যায়ন সম্পাদক ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নুরুন্নবী দুলাল, সহ-আপ্যায়ন সম্পাদক ফারুক হোসাইন, পাঠাগার সম্পাদক দিদারুল ইসলাম, সহ-পাঠাগার সম্পাদক কামরুল ইসলাম ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী জয় মজুমদার। উল্লেখ্য যে, সংগঠনটি ২০০৫ গঠিত হয়ে নাঙ্গলকোটে শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যাপক অবদান রেখে চলেছে। সরকার অনুমোদিত সামাজিক সংগঠন হিসাবে ২০১৫ সালে সংস্থাটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে তালিকাভুক্ত হয়- যার রেজি. নং-২০৪১/২০১৫।
Leave a Reply