নাঙ্গলকোট প্রতিনিধি : নাঙ্গলকোট থানার একমাত্র নারী কর্মকর্তা এএসআই পান্না কানিজের চৌকসতায় চুরি হওয়ার দু’দিনের মধ্যে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার বিকেলে পৌর সদরের কেন্দ্রা গ্রামের মৃত ছায়েদ মিয়ার ছেলে বেলায়েত হোসেনের কাছে মোবাইল ফোনটি হস্তান্তর করা হয়।
সময় উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ বখতিয়ার উদ্দিন চৌধুরী ও এএসআই পান্না কানিজ।
পুলিশ সূত্রে জানা যায়, বেলায়েত হোসেনের ব্যবহৃত হাওয়াই ওয়াই-থ্রি মোবাইলটি চুরি হয়ে যায়। পরে তিনি ২০ ডিসেম্বর নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার দায়িত্ব পান নাঙ্গলকোট থানার চৌকস পুলিশ অফিসার (এএসআই) পান্না কানিজ।
পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দু’দিনের মধ্যে মোবাইল ফোনটি উদ্ধার করে মঙ্গলবার মোবাইলের মালিকের কাছে তা হস্তান্তর করেন।
Leave a Reply