লাকসাম প্রতিনিধি :
কুমিল্লার লাকসামে শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌরশহরের উত্তর বাজারে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লাকসাম শাখার শুভ উদ্বোধন দোয়া,মুনাজাত ও ফিতা কাটার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লাকসাম শাখার পরিচালক আলহাজ্ব মো আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লিঃ এর চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান, প্রধান অতিথি ছিলেন দি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাহমুদুল হাসান, জাতীয় মানবাধিকার আন্দোলনের ভাইস চেয়ারম্যান কাজী জাফর আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সবুজ ছাতা কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আনোয়ারুল ইসলাম মাসুুম, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মাসুদ পারভেজ রনিসহ সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পেশাজিবী লোকজন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুহাম্মদ ইব্রাহিম মাহমুদি খতিব দারুত সুন্নাত আজাদ রেলওয়ে জামে মসজিদ। মিলাদ পড়েন হাফেজ মোঃ আলমগীর হোসেন।
সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লাকসাম শাখার পরিচালক আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ বলেন, লাকসামে নতুন আঙ্গিকে ও নতুন ভাবে যে কোন পার্সেল সেবা দিতে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আমি সেবা দিতে প্রস্তুত। অফিসিয়াল চিঠিপত্র, যে কোন পার্সেল যতœ সহকারে গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রস্তুত আমার কর্মীরা। আপনাদের সহযোগিতা ও আন্তরিকতা আমাদের কাম্য।
Leave a Reply