নিজস্ব প্রতিনিধি :
কুমিল্লার লাকসামের আজগরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী দেয়া হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লার স্থানীয় সরকার উপ-পরিচালক মোহাম্মদ শওকত ওসমান।
২৮ ডিসেম্বর মঙ্গলবার ইউনিয়নের সুখতলা স্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) উজালা রানী চাকমা, স্থানীয় সরকারের এলজিএসপি প্রকল্প-৩ এর ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর এসএম শাহরিয়ার রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জিত সাহা, আজগরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তপন চন্দ্র সাহা।
ইউনিয়ন সচিব রফিকুল ইসলাম জানান, এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় ওই স্বাস্থ্য কেন্দ্রে আল্ট্রাসনোগ্রাফি ও ইসিজি মেশিন, থার্মোমিটার, অক্সিজেন সিলিন্ডার, অক্সি মিটার, ফগার মেশিন এবং স্বাভাবিক সন্তান প্রসবে প্রসূতি কক্ষের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়েছে। এয়াড়াও স্থানীয় আজগরা স্কুল এন্ড কলেজে ওই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য আসবাবপত্র দেয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, আজগরা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বিএসসি, ইউপি সদস্য মুজিবুর রহমান, উপজেলা যুবলীগ সদস্য শাহ জালাল, আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আবদুল মমিন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার, সালমা বেগম, পরিদর্শিকা খোদেজা খাতুন সহ ইউপি সদস্য, রাজনৈতিক ব্যাক্তিবর্গ।
Leave a Reply