1. [email protected] : Touhidul islam Robin : Touhidul islam Robin
  2. [email protected] : Mozammel Alam : Mozammel Alam
  3. [email protected] : nakshibarta24 :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:০২ অপরাহ্ন
১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন এগিয়ে এলো কুমিল্লার প্রতিবন্ধীদের পাশে

  • প্রকাশকালঃ শনিবার, ২৩ মে, ২০২০
  • ৬৬৬ জন পড়েছেন

জাকির মামুন : “মানুষ মানুষের জন্য/ জীবন জীবনের জন্য” – তাই তো বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের শুরুর দিক থেকে সকল ব্যক্তি বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য আপডেট, বিশেষ টেলিমেডিসিন সেবা চালুর মতো নানান উদ্যোগ গ্রহণ করে আসছে বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশন (বিডব্লিউএসএফ)। এটি একটি অলাভজনক ও অরাজনৈতিক ক্রীড়া সংগঠন।

বাংলাদেশের সকল হুইলচেয়ার ব্যবহারকারী খেলাধুলাপ্রেমী শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষ ভাই-বোনদেরকে হুইলচেয়ার কেন্দ্রিক আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত সকল ধরনের খেলায় অংশগ্রহণ নিশ্চিত করা ও খেলার মাধ্যমে তাদের মানসিক বিকাশ, জীবনমান উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং সমাজের মূল ধারায় প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে হুইলচেয়ার স্পোর্টসের মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে গঠিত হয়েছে সংগঠনটি।

কিন্তু, মহামারী এই দুর্যোগে স্থবির অবস্থা থাকা সত্ত্বেও এই সংগঠনটি থেমে নেই। অন্যান্য কার্যক্রমের পাশপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার তারা কুমিল্লার ২০ জন প্রতিবন্ধী মানুষের কাছে দুর্যোগকালীন ঈদ উপহার পৌঁছে দেন। এতে সহযোগিতা করে স্থানীয় স্বেচ্ছাসেবীবৃন্দ। 

এ আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর নাহিয়ান বলেন, “করোনাভাইরাস পরিস্থিতি শুরু হওয়ার পর থেকে আমরা সংগঠনের পক্ষ হতে নানাভাবে সারা দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছি। কখনো সংগঠনে প্রাপ্ত অনুদান খাত থেকে, আবার কখনো বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় আমরা এ কার্যক্রম পরিচালিত করছি। ঈদকে সামনে রেখে অন্যান্য জেলার মতো এবার কুমিল্লাতেও এই কার্যক্রম পরিচালিত হলো। ইচ্ছে আছে ভবিষ্যতেও আমাদের কার্যক্রমকে অব্যাহত রাখার।”

খবরটি সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো খবর

বিজ্ঞাপন

Laksam Online Shop

first online shop in Laksam

© All rights reserved ©nakshibarta24.com
কারিগরি সহায়তায় বিডি আইটি হোম