মোজাম্মেল হক আলম :
লাকসামে নিম্ন আয়ের কর্মহীন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের ২‘শ ১৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩মে) লাকসাম পাইলট গালর্স স্কুল মাঠে পৌরসভা, প্যানেল মেয়র বাহার উদ্দিন ও ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহিনের সমন্বিত উদ্যোগে কর্মহীন, হত-দরিদ্র, অসহায়, দুস্থ ও হিজড়া সম্প্রদায়ের মাঝে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহিন, আওয়ামীলীগ নেতা আবুল মিয়া, চাঁন মিয়া, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, বিল্লাল হোসেন, বাচ্চু মিয়া, যুবলীগের সহ-সভাপতি আবদুর রাজ্জাক, সাগর সিং, সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল্লাহ, রাসেল, প্রচার সম্পাদক শাহীন, জয়নাল, হালিম বাশার, স্বেচ্ছাসেবক লীগ সহ-সম্পাদক রাজিবুর রহমান লুহিন, সাইফুল ইসলাম হুমায়ন, স্বেচ্চাসেবক লীগ ওয়ার্ড সভাপতি আব্দুল মান্নান মানু, সাধারণ সম্পাদক রুবেল, স্বেচ্চাসেবক লীগ নেতা কালাম, সাংগঠনিক সম্পাদক সরুজ সুমন, বাবলু, জসিম, ছাত্রলীগের সভাপতি, মাইনুদ্দিন জনি, সাধারন সম্পাদক কাউছার আহমেদ, সহ-সভাপতি অপু দাশ অনিক, রাকিবসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্যানেল মেয়র বাহার উদ্দিন বাহার বলেন, করোনার প্রাদূর্ভাবে দেশের মানুষ আজ একটি ভয়ানক পরিস্থিতি মোকাবেলা করছে। এই দূর্যোগের মাঝে এসেছে খুশির ঈদ। এখন মানুষের পেটে নেই খাবার। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে অনেকের। তাদের কথা চিন্তা করে আমাদের অভিভাবক মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নির্দেশে আমরা এসব নিম্ন আয়ের মানুষের মাঝে সাধ্যমত খাদ্য সামগ্রী দিচ্ছি। পাশাপাশি মন্ত্রী মহোদয়ের নির্দেশনায় করোনা প্রাদূর্ভাবের শুরু থেকে অধ্যবধি পর্যন্ত এসব কর্মহীনদের মাঝে আমাদের খাদ্য সহায়তা চলমান রয়েছে।
Leave a Reply